এই রিয়ালে মেসিরও ঠাঁই নাই!

অনেকের মতে, বর্তমানের সেরা ফুটবলার লিওনেল মেসি। কারো কাছে আবার ইতিহাসের সেরা। পাঁচ বারের এই বর্ষসেরা ফুটবলারেরই কি-না রিয়াল মাদ্রিদের বর্তমান দলে জায়গা হবে না!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2017, 10:23 AM
Updated : 16 June 2017, 10:23 AM

রিয়ালের মিডফিল্ডার মার্কো আসেনসিওর মতে, তাদের দলটি এতটাই পরিপূর্ণ ও শক্তিশালী যে সেখানে এ মুহূর্তে জায়গা পাবেন না সদ্য শেষ হওয়া মৌসুমে বার্সেলোনার হয়ে ৫৪ গোল করা মেসি!

২০১৬-১৭ মৌসুমে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দল হিসেবে মুকুট ধরে রাখার কৃতিত্বও গড়ে তারা।

মৌসুম জুড়ে দুর্দান্ত খেলে চারটি শিরোপা জেতার পাশাপাশি টানা ম্যাচ জয় ও টানা সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ড গড়ে জিনেদিন জিদানের দল। অনেক ম্যাচে দলটির সেরা একাদশে অনেক পরিবর্তন এনেও চমৎকার সাফল্য এসেছে।

এই রিয়ালে মেসির ঠাঁই হবে কি-না, এমন প্রশ্নের জবাবে স্পেনের ক্রীড়া দৈনিক মার্কাকে না-সূচক উত্তর দেন আসেনসিও।

“এ মুহূর্তে নয়। এ দলটা খুবই ভালো। আমরা যেমন আছি, তেমন থাকাটাই যথার্থ হবে।”

আসেনসিওর রিয়াল ছেড়ে যাওয়ার গুঞ্জন আছে। তবে ধারণা করা হচ্ছে, সান্তিয়াগো বের্নাবেউয়ে থেকে যাবেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার এবং শিগগিরই করবেন নতুন চুক্তি।

২০১৬-১৭ মৌসুমে লা লিগায় ২৩ ম্যাচ খেলে তিন গোল করা আসেনসিও নিজেও জানিয়েছেন, রিয়ালে ভালোই আছেন তিনি।