রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

ক্রিস্তিয়ানো রোনালদোর বিরুদ্ধে বড় অঙ্কের কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেনের সরকারি কৌসুলিরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2017, 01:46 PM
Updated : 13 June 2017, 01:46 PM

রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন তিনি।

অনেক দিন ধরেই, রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত চলছিল। শুরু থেকেই তিনি বলে আসছেন, কোনোরকম অপরাধ করেননি তিনি, তার লুকানোরও কিছু নেই।

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা এই ক্রীড়াবিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি জেনে-বুঝে তার ইমেজ স্বত্ব থেকে আয় করা অর্থ লুকাতে অন্য ব্যবসার আশ্রয় নিয়েছেন।

ডিসেম্বরে ফাঁস হওয়া কিছু তথ্য উপাত্ত থেকে ইঙ্গিত মেলে, রোনালদো বিদেশের অ্যাকাউন্টে অর্থ রেখে কর ফাঁকি দিয়েছেন। অবশ্য এই সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এবার টানা দ্বিতীয় বছরে বেতন-বোনাস ও এন্ডোর্সমেন্ট মিলিয়ে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন রোনালদো। গত বছর মোট নয় কোটি ৩০ লাখ মার্কিন ডলার আয় করেন। আগের বছরের চেয়ে তার আয় বেড়েছে ৫০ লাখ ডলার।