জার্মানিতে হতাশ করলেন ‍শুটাররা

জার্মানির মিউনিখে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে ১০ মিটার এয়ার রাইফেলে বাছাই পেরিয়ে পদকের লড়াইয়ে উঠতে পারেননি বাংলাদেশের কেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 03:19 PM
Updated : 19 May 2017, 03:19 PM

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৬২৩.৫ স্কোর করে ১২৭ জন প্রতিযোগীর মধ্যে ৫০তম হন রিসালাতুল ইসলাম। ৬২০.৪ স্কোর নিয়ে অর্নব শারার ৭১তম ও ৬১৭ স্কোর নিয়ে রবিউল ইসলাম ৮৭তম হয়েছেন।

মেয়েদের বিভাগে ৪০৭.৬ স্কোর গড়ে ১২২ জন প্রতিযোগীর মধ্যে ১০২তম হয়েছেন সুরাইয়া আক্তার।

আজারবাইজানের বাকুতে হওয়া গত ইসলামি সলিডারিটি গেমসের ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে সৈয়দা আতকিয়া হাসান দিশাকে সঙ্গে নিয়ে সোনা জেতা আব্দুল্লাহ হেল বাকি, ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জেতা রাব্বি হাসান মুন্না মিউনিখে গেলেও প্রতিযোগিতায় অংশ নিয়ে পারেননি।

বাংলাদেশ শুটিং ফেডারেশনের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, বাকু থেকে ফিরে জার্মানিতে বাকি-রাব্বিরা পৌঁছানোর আগেই অফিসিয়ালি ১০ মিটার এয়ার রাইফেলের ইভেন্টে অংশ নেওয়ার সময় ফুরিয়ে যায়।