বরখাস্ত ডাচ কোচ ব্লিন্ড

বিশ্বকাপ বাছাইয়ে বুলগেরিয়ার কাছে হারের পর খড়্গ নেমে এল ড্যানি ব্লিন্ডের ওপর। কোচের পদ থেকে তাকে বরখাস্ত করেছে নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 08:22 AM
Updated : 27 March 2017, 11:00 AM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে গত শনিবার বুলগেরিয়ার কাছে ২-০ গোলে হারে নেদারল্যান্ডস। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে ডাচরা। শীর্ষে থাকা ফ্রান্সের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা।

২০১৫ সালে গাস হিডিঙ্কের বিদায়ের পর নেদারল্যান্ডসের হাল ধরেন ব্লিন্ড। কিন্তু সাবেক এই ডিফেন্ডারের হাত ধরে গত ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ডাচরা।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন ব্লিন্ডকে ছাঁটাইয়ের কারণ হিসেবে জানায়, সাম্প্রতিক ফলগুলোতে নেদারল্যান্ডসের জন্য রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করা কঠিন হয়ে পড়ছে।

সংস্থাটি জানায়, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের হাল ধরবেন ফ্রেড গ্রিম। আগামী মঙ্গলবার ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে তার।