নেপালে জয়ে শুরু জিয়াদের

এশিয়ান জোনাল চেস চ্যাম্পিয়শিপে শুভসূচনা করেছেন বাংলাদেশের চার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব, নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন রাজীব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 06:26 PM
Updated : 19 March 2017, 06:26 PM

নেপালের কাঠমাণ্ডুতেই হওয়া মেয়েদের এশিয়ান জোনাল চেস চ্যাম্পিয়নশিপে জয়ে শুরু পেয়েছেন বাংলাদেশের দুই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা ও রানী হামিদ। এছাড়াও জিতেছে দুই মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ও নাজরানা খান।

রোববার উন্মুক্ত বিভাগে প্রথম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়া নেপালের বদ্রিলাল নেপালীকে, গ্র্যান্ডমাস্টার রাকিব নেপালের মাহারজান সাজিনকে, গ্র্যান্ডমাস্টার রাজীব নেপালের নিরাউলা ভূপেন্দ্রাকে এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ নেপালের তেন্দুকার নবীনকে হারান।

ফিদে মাস্টার তৈয়বুর রহমান নেপালের ভগবতি প্রসাদ শর্মাকে, ফিদে মাস্টার পরাগ হোসেন নেপালের কুনভার রাঞ্জনকে ও ফিদে মাস্টার মাহফুজুর রহমান নেপালের বিবেক শ্রেষ্ঠাকে হারান।

ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল নেপালের পেন্তা সুমিতের কাছে হারেন।