ম্যানইউকে হারিয়ে এফএ কাপের সেমিতে চেলসি

ঘরোয়া ডাবল জয়ের পথে আরেক  ধাপ এগিয়েছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেডকে একমাত্র গোলে হারিয়ে এফএ কাপের সেমি-ফাইনালে উঠেছে আন্তোনিও কোন্তের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 04:05 AM
Updated : 14 March 2017, 04:05 AM

সোমবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ঘটনাবহুল কোয়ার্টার-ফাইনালে ইউনাইটেড কোচ জোসে মরিনিয়োর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন কোন্তে। চেলসির সমর্থকরা তাদের অনেক সাফল্যের কারিগর সাবেক কোচ মরিনিয়োকে দুয়ো দেয়।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট আগে এডেন হাজার্ডকে ফাউল করায় ইউনাইটেড মিডফিল্ডার আন্দের এররেরাকে লাল কার্ড দেখানো হলে ক্ষোভে ফেটে পড়েন পর্তুগিজ কোচ মরিনিয়ো। একটু পরই দুই কোচকে আলাদা করতে অন্যদের হস্তক্ষেপ করতে হয়।

প্রথমার্ধে হাজার্ড আর গ্যারি ক্যাহিলের দুটি প্রচেষ্টা দারুণ নৈপুণ্যে রুখে দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়া। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অবশেষে ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে স্পেনের এই গোলরক্ষককে পরাস্ত করেন এনগোলো কান্তে।

এ মৌসুমে এ নিয়ে দুইবার মরিনিয়োর ইউনাইটেডকে হারালো প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াইয়ে অনেক এগিয়ে থাকা চেলসি।

লন্ডনের ওয়েম্বলিতে শেষ চারে চেলসির প্রতিপক্ষ টটেনহ্যাম। এই মাঠেই অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।