‘নাপোলির জয়ে ভূমিকা মারাদোনারও’

সান সিরোয় এসি মিলানের বিপক্ষে নাপোলির গুরুত্বপূর্ণ জয়ের পেছনে দিয়েগো মারাদোনার দেওয়া উৎসাহ ভূমিকা রেখেছে বলে মনে করেন দলটির ফরোয়ার্ড হোসে কাইয়েহন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 03:24 PM
Updated : 22 Jan 2017, 03:24 PM

এই সপ্তাহে খেলোয়াড় ও কোচ মাওরিস্সিও সাররির সঙ্গে দেখা করতে নাপোলির অনুশীলনে গিয়েছিলেন ক্লাবটিকে প্রথম লিগ শিরোপা জেতানো আর্জেন্টাইন কিংবদন্তি মারাদোনা। সামনে আরও দুটি বড় ম্যাচ আছে দলটির। মঙ্গলবার ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে ফিওরেন্তিনার বিপক্ষে খেলবে তারা। আর আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে দলটি।

শনিবার সেরি আয় মিলানের মাঠে লরেন্সো ইনসিনিয়ে ও কাইয়েহনের গোলে ম্যাচটি ২-১ গোলে জিতে নাপোলি।

গুরুত্বপূর্ণ ম্যাচে ৩ পয়েন্ট পাওয়ার পর ২৯ বছর বয়সী কাইয়েহন জানান, এই জয়ের পিছনে মারাদোনার উৎসাহ ভূমিকা রেখেছে।

“আমাদের এটা (জয়) প্রাপ্য ছিল। সান সিরোয় খেলা সব সময়ই কঠিন। কিন্তু আমরা দেখিয়েছি যে, আমরা অসাধারণ এক দল। হ্যাঁ, কিছুটা ‘মারাদোনার প্রভাব’ ছিল।”

স্প্যানিশ এই ফরোয়ার্ডের বিশ্বাস, এই ম্যাচে তাদের পারফরম্যান্স প্রমাণ করে যে তারা শিরোপা লড়াইয়ে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।