মেসিকে নিয়ে মন্তব্য করায় বরখাস্ত বার্সা পরিচালক

সতীর্থদের সহায়তা ছাড়া মেসি ভাল করতে পারে না- এমন মন্তব্য করায় বার্সেলোনার এক পরিচালককে বরখাস্ত করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 10:16 AM
Updated : 15 Jan 2017, 06:39 AM

কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে হারলেও ফিরতি লেগের ম্যাচে গত বুধবার ঘরের মাঠে ৩-১ গোলে জয় পায় এনরিকের দল। ম্যাচটিতে ফ্রি-কিক থেকে একটি গোল করে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে বার্সেলোনার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেন মেসি।

এই জয়ের পর বার্সেলোনার অনুশীলন ও শিক্ষা বিষয়ক পরিচালক পেরে গ্রাতাকোস বলেছিলেন, একা মেসি বার্সেলোনাকে শেষ আটে তোলেননি।

“আন্দ্রেস ইনিয়েস্তা অথবা নেইমার ছাড়া মেসি এমন ভালো করতে পারতো না।”

বার্সেলোনার এই কর্মকর্তা আরও বলেন, “এটা ঠিক যে, লিও দলের সবচেয়ে গুরূত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু লুইস সুয়ারেস ও জেরার্দ পিকে সহ পুরো দলই গুরুত্বপূর্ণ যারা আমাদের শেষ আাটে তুলেছে।”

গ্রাতাকোস মেসিকে নিয়ে এমন সময় এসব মন্তব্য করলেন, যখন আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তির কথা চলছে।

২৯ বছর বয়সী মেসির সঙ্গে লা লিগা চ্যাম্পিয়নদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে।

পরিচালকের পদ হারালেও একেবারে বার্সেলোনা ছাড়তে হচ্ছে না গ্রাতাকোসকে। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, কাতালান ক্লাবটির যুব একাডেমির একটি দায়িত্ব আগের মতোই পালন করে যাবেন তিনি।