মাঠেই এলো না উত্তর বারিধারা-ফেনী!

নজিরবিহীন ঘটনা ঘটল প্রিমিয়ার লিগে। অবনমন এড়ানোর প্রথম প্লে-অফ ম্যাচ খেলতে মাঠেই এলো না উত্তর বারিধারা ও ফেনী সকার!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2017, 02:19 PM
Updated : 4 Jan 2017, 02:19 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথম প্লে-অফ ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। ম্যাচ রেফারি সহকারীদের নিয়ে মাঠে নামলেন কিন্তু দুই দলের কোনো দেখা নেই। নিয়ম অনুযায়ী নির্ধারিত ১৫ মিনিট অপেক্ষা করে মাঠ ছেড়ে চলে যান রেফারিরা।

২২ ম্যাচে ১৮ করে পয়েন্ট দুই দলের। গোল পার্থক্যে এগিয়ে থাকা ফেনী সকার ১২ দলের মধ্যে এগারতম; উত্তর বারিধারা তলানিতে। কিন্তু লিগের বাইলজ অনুযায়ী পয়েন্ট সমান হলে দুটি প্লে-অফ ম্যাচ রাখা হয়।

প্রফেশনাল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম অবশ্য দুই দলকে কড়া শাস্তির ইঙ্গিতই দিয়েছেন। সাংবাদিকদের তিন বলেন, “বাইলজে স্পষ্টই আছে, কোন দল কোন খেলায় অংশ না নিলে ধরে নিতে হবে ওই দল বছরের কোনো খেলাতেই অংশ নেয়নি। তাতে অটোমেটিক ডিমোশন হয়ে যাবে। এর বাইরেও নির্বাহী কমিটি যে কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।”

“ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত দেবে। সেটা যাবে লিগ কমিটিতে। সব শেষে নির্বাহী কমিটির কাছেও যেতে পারে। পয়েন্ট অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। ৩ পয়েন্ট করে সবারই মাইনাস হবে।”