বিজয় দিবস স্কোয়াশে সেমিতে নৌবাহিনী ও অলিম্পিক গ্রুপ

এনার্জিপ্যাক বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতার উন্মুক্ত বিভাগের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী নীল দল ও অলিম্পিক গ্রুপ সবুজ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 12:25 PM
Updated : 7 Dec 2016, 01:14 PM

নৌবাহিনী ও গুলশান স্কোয়াশ কোর্টে বুধবার নৌবাহিনী নীল দল ২-০ সেটে সেনাবাহিনী লাল দলকে হারায়। নৌবাহিনীর সাইফুল ১১-৪, ১১-৬, ১১-১ পয়েন্টে সেনাবাহিনীর রকিকে হারান। নুর মোহাম্মদ ১১-৬, ৯-১১, ১১-৯, ১১-৫ পয়েন্টে হারান তানভিরকে।

সেনাবাহিনী সবুজ দলকে ২-০ সেটে হারিয়ে উন্মুক্ত বিভাগের সেমি-ফাইনালে উঠেছে অলিম্পিক গ্রুপ। অলিম্পিক গ্রুপের মাসুদ রানা ইমরুলকে ১১-৩, ১১-২, ১১-৫ পয়েন্টে এবং রাজু রাম ১১-৬, ১০-১২, ১১-২, ১১-২ পয়েন্ট রফিককে হারান।

সিনিয়র বিভাগে নৌবাহিনী ক্লাব ২-০ সেটে অফিসার্স ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ২-০ সেটে নৌবাহিনী সাদা দলকে হারিয়ে প্লেট ডিভিশনের ফাইনালে উঠেছে।

১২ দল নিয়ে হচ্ছে বিজয় দিবস স্কোয়াশ। দলগুলো হলো বাংলাদেশ সেনাবাহিনী সবুজ, বাংলাদেশ সেনাবাহিনী লাল, বাংলাদেশ নৌবাহিনী, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, অফিসার্স ক্লাব, চিটাগং ক্লাব, অলিম্পিক গ্রুপ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, আমেরিকান ক্লাব ও ওশিন গ্রুপ।

শিরোপা জয়ী দল ৫০ হাজার, রানার্সআপ দল ৩০ হাজার টাকা করে পুরস্কার পাবে। তৃতীয় হওয়া দলটি পাবে ২০ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।