বিবিসি আক্রমণত্রয়ীকেও রক্ষণের আহবান ভাসকেসের

রিয়াল মাদ্রিদের সাফল্যের জন্য ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাদের গোল করার পাশাপাশি রক্ষণেও অবদান রাখতে হবে বলে মনে করেন লুকাস ভাসকেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2016, 12:58 PM
Updated : 10 Nov 2016, 01:50 PM

‘বিবিসি’ নামে পরিচিত আক্রমণত্রয়ী চলতি মৌসুমে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ গোল করেছেন। তাদের নৈপুণ্যে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগেও নকআউট পর্বে ওঠার দ্বারপ্রান্তে রয়েছে তারা।

এ মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি দলটি। তবে অনেক ম্যাচেই রক্ষণের দুর্বলতা ফুটে উঠেছে; এ পর্যন্ত ১৮ গোল খেয়েছে তারা। এর মধ্যে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পোল্যান্ডের ক্লাব লেগিয়া ওয়ারসর বিপক্ষে ২-০ এ এগিয়ে গিয়েও তিন গোল খেয়ে বসেছিল তারা। পরে শেষ দিকের গোলে কোনোমতে হার এড়ায় স্পেনের সফলতম ক্লাবটি।

গত ১১ ম্যাচের মাত্র একটিতেই নিজেদের জাল অক্ষত রাখতে পারে রিয়াল। সব মিলিয়ে দলের রক্ষণ কিছুটা হলেও দুর্ভাবনা জাগায়। তাই স্প্যানিশ ফরোয়ার্ড ভাসকেসের মতে, দলকে সাফল্যের পথে রাখতে আক্রমণভাগের খেলোয়াড়সহ সবাইকে রক্ষণেও অংশ নিতে হবে।

“সবার কাজের উপরেই একটা দল গড়ে ওঠে। বিবিসি ও সেন্ট্রাল মিডফিল্ডকেও রক্ষণে সাহায্য করতে হবে যাতে আমরা অনেক গোল না খাই।”

লিগে ১১ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। আর চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। পরের ম্যাচে স্পোর্তিংয়ের বিপক্ষে হার এড়ালেই নকআউট পর্বে উঠে যাবে জিনেদিন জিদানের দল।