ফুটবলকে ক্লোসার বিদায়

জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার ও সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2016, 04:06 PM
Updated : 1 Nov 2016, 04:10 PM

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দেশের হয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতেন বায়ার্ন মিউনিখের সাবেক এই ফরোয়ার্ড। ওই আসরেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড গড়েন তিনি। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি।  

বায়ার্নের হয়ে দুবার বুন্ডেসলিগা জেতা ক্লোসা ২০১১-১২ থেকে ২০১৫-১৬ মৌসুম পর্যন্ত লাৎসিওতে খেলেন। গত মৌসুমে ইতালির দলটির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর কোনো দলেই ছিলেন না ৩৮ বছর বয়সী এই খেলোয়াড়।

বুট জোড়া তুলে রেখে এখন তিনি ইওয়াখিম লুভের অধীনে জার্মানি জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।

সম্প্রতি জার্মানি জাতীয় দলের সঙ্গে চার বছরের নতুন চুক্তি করা লুভও ক্লোসাকে পেতে উন্মুখ হয়ে আছেন।

“আমি নিশ্চিত, খেলোয়াড়দের মতো আমরা কোচরাও তার উপস্থিতি ও সম্পৃক্ততায় লাভবান হব।”

“সে শুধু অনুশীলন মাঠেই আমাদের সঙ্গে থাকবে না, প্রতিপক্ষের জন্য প্রস্তুত হতে এবং খেলা ও ভিডিও বিশ্লেষণে সে মতামত জানাবে।”

পোল্যান্ডে জন্ম নেওয়া ক্লোসা ২০০১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে জার্মানির হয়ে ১৩৭টি ম্যাচ খেলেন। দারুণ এই পথচলায় জার্ড মুলারের গড়া জার্মানির হয়ে সর্বোচ্চ গোলের ৪০ বছরের পুরনো রেকর্ড ২০১৪ সালের জুনে ভাঙেন তিনি। দেশের হয়ে তার সর্বোচ্চ গোল সংখ্যা ৭১টি।