চোট পেয়ে মাঠের বাইরে পেপে

ঊরুতে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার পেপে। আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে তাকে ছাড়াই খেলতে হতে পারে জিনেদিন জিদানের দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2016, 01:11 PM
Updated : 31 Oct 2016, 01:11 PM

গত শনিবার লিগে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচের ২৪তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন পেপে। পরে অনেকগুলো পরীক্ষার পর সোমবার এক বিবৃতিতে তার পেশির সমস্যার কথা জানায় রিয়াল কর্তৃপক্ষ।

রক্ষণের এই গুরুত্বপূর্ণ সদস্যকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, তা অবশ্য জানায়নি রিয়াল। তবে স্পেনের গণমাধ্যমের খবর, ৩৩ বছর বয়সী এই পর্তুগিজ সেন্টার-ব্যাকের সুস্থ হয়ে ফিরতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।

আগামী ১৯ নভেম্বর নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ ও ৩ ডিসেম্বর কাম্প নউয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপেক্ষ খেলবে রিয়াল।

লা লিগায় ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ২২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দ্বিতীয় ও ২১ পয়েন্ট নিয়ে আতলেতিকো তৃতীয় স্থানে আছে।