লা লিগা সভাপতির বিরুদ্ধে ক্রীড়া আদালতে বার্সা

ভালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর বার্সেলোনার আচরণ নিয়ে প্রশ্ন তোলা লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের বিরুদ্ধে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালতে অভিযোগ করেছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 11:49 AM
Updated : 28 Oct 2016, 11:50 AM

গত শনিবার লা লিগার ম্যাচে যোগ করা সময়ে লিওনেল মেসির পেনাল্টি থেকে করা গোলে ভালেন্সিয়াকে ৩-২ ব্যবধানে হারায় বার্সেলোনা। জয়সূচক গোল উদযাপনের সময় মেসি-নেইমারদের ওপর বোতল ছুঁড়ে মারে ভালেন্সিয়া সমর্থকরা। 

এই ঘটনায় ভালেন্সিয়াকে দেড় হাজার ইউরো জরিমানা করে স্পেনের ফুটবল ফেডারেশন। দর্শকদের প্ররোচিত করার জন্য বার্সেলোনার খেলোয়াড়দেরও সতর্ক করা হয়েছে।

নিন্দনীয় আচরণের জন্য ফুটবল ফেডারেশনের রিপোর্টে বার্সেলোনার খেলোয়াড়দের সমালোচনা করা হয়। পেনাল্টি থেকে ম্যাচের শেষ মুহূর্তে গোল করার পর বার্সেলোনার খেলোয়াড়দের উদযাপনকে অখেলোয়াড়সুলভ আচরণ বলে মনে হয়েছে কর্তৃপক্ষের।

ভালেন্সিয়ার দর্শকদের বার্সেলোনার খেলোয়াড়রা প্ররোচিত করেছে বলে অভিযোগ করার পর তেবাসের উপর আস্থা হারানোর কথা জানায় ক্লাবটি। দেশটির সর্বোচ্চ ক্রীড়া আদালতে তেবাসের বিরুদ্ধে পদেক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানায় তারা।