ব্যালন ডি’অর ‘রোনালদোর বাড়িতে’

ক্রিস্তিয়ানো রোনালদোর এবারের ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার রবের্তো কার্লোসের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2016, 02:07 PM
Updated : 13 Oct 2016, 02:07 PM

ক্লাব ও জাতীয় দলের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটে পর্তুগিজ অধিনায়ক রোনালদোর। গত মে মাসে রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর জুলাইয়ে দেশকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে নেতৃত্ব দেন তিন বারের বর্ষসেরা এই ফুটবলার।

মৌসুম জুড়ে এমন অসাধারণ সাফল্যের কারণেই রোনালদোর এবারের ব্যালন ডি’অর জেতা নিয়ে সামান্যই সন্দেহ আছে কার্লোসের।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা কার্লোস এক সংবাদ সম্মেলনে বলেন, “আমার মনে হয়, ক্রিস্তিয়ানো রোনালদোর বাড়িতে এরই মধ্যে ব্যালন ডি’অর পৌঁছে গেছে। সে শুধু কাউকে বলেনি এটা।”

গেল মৌসুমটা দারুণ কাটলেও চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে এখনও স্বরূপে ফিরতে পারেননি রোনালদো। তবে কার্লোসের প্রত্যাশা, দ্রুতই ছন্দে ফিরবেন তিনি।

“হাঁটুর চোটের পর নিজেকে ফিরে পেতে সময় নিয়েছে সে। তবে এখন থেকে সে আমাদেরকে দেখাবে, যা ক্রিস্তিয়ানোর আছে বলে আমরা জানি এবং পর্তুগালের হয়ে ঠিক যেভাবে সে খেলেছে।”

সম্প্রতি জাতীয় দলের হয়ে দুই ম্যাচে পাঁচ গোল করেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে গত শুক্রবার অ্যান্ডোরাকে ৬-০ ব্যবধানে হারানোর ম্যাচে একাই চার গোল করার তিন দিন পর ফারো আইল্যান্ডসকে একই ব্যবধানে উড়িয়ে দিতে একটি গোল করেছিলেন তিনি।

আন্তর্জাতিক বিরতি শেষে আগামী শনিবার মাঠে নামতে যাচ্ছে রোনালদোর দল রিয়াল। লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।