শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

আইএইচএফ ট্রফিতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কাকে ৪৬-১৭ গোলে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে উঠেছে ইমরান-রবিউলরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 01:50 PM
Updated : 11 Oct 2016, 02:41 PM

দারুণ এ জয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বুধবার দুপুর সাড়ে ১২টায়  সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভারতের কাছ হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা ইমরানরা মঙ্গলবার প্রথমার্ধেই ২৩ গোল করে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলে। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে অতিথিরা ঘুরে দাঁড়াতে পারেনি।

বাংলাদেশের রবিউল আওয়াল সর্বোচ্চ ১০ গোল করেন। এছাড়া মেহেদী হাসান ৮টি, মোহাম্মদ শাকির ৭টি, মোহাম্মদ সামসুদ্দিন ৬টি, লুসাই ৫টি গোল করেন।

অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের নিয়ে হওয়া ছেলেদের প্রতিযোগিতায় অপর সেমি-ফাইনালে বুধবার মুখোমুখি হবে ভারত ও নেপাল।