প্রতিপক্ষকে অসম্মান করে না নেইমার: জিদান

নেইমার মাঠে কারিকুরি দেখিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের অসম্মান করেন ও উসকানি দেওয়ার চেষ্টা করেন বলে অনেকের অভিযোগ। তবে জিনেদিন জিদান তা মনে করেন না। রিয়াল মাদ্রিদ কোচের মতে, এই ব্রাজিলিয়ান তারকার খেলার ধরনটাই এমন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2016, 04:16 PM
Updated : 20 Sept 2016, 04:16 PM

একই অভিযোগে আগেও বেশ কবার সমালোচিত হয়েছেন নেইমার। তখনও নেইমারের পাশে দাঁড়িয়েছিলেন জিদান। গত শনিবার লা লিগায় নবাগত লেগানেসের বিপক্ষে বার্সেলোনার ৫-১ গোলে জেতা ম্যাচ শেষেও নেইমারের খেলার ধরন নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই তার সমালোচনা শুরু করেন।

আগামী বুধবার রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে নেইমারের খেলার ধরন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিদান বলেন, “আমি নেইমার কি ভাবছে তা দেখতে পারি না। কিন্তু আমি মনে করি না, এটা উসকানিমূলক।”

“সবাই নিজেদের মতো করে ফুটবলকে ব্যাখ্যা করে। সে তার মতো করে দেখে। আর সে বিষয়গুলো এমনভাবে করে যা অনেকে খেলোয়াড় পারে না। আমি এটাকে (প্রতিপক্ষের প্রতি) উসকানিমূলক হিসেবে দেখি না।”

আগামী বুধবার নেইমারের বার্সেলোনা নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে।

প্রথম চার রাউন্ডে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।