সেল্টিক ম্যাচে মেসিকে নিয়ে ঝুঁকি নেবেন না এনরিকে

লিওনেল মেসিকে প্রত্যেকটি মিনিটের জন্য মাঠে পেলে খুশি হতেন লুইস এনরিকে। তবে চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচেও তারকা এই ফরোয়ার্ডকে নিয়ে ঝুঁকি নিতে চান না বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2016, 02:59 PM
Updated : 12 Sept 2016, 02:59 PM
নিজেদের মাঠ কাম্প নউয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার পৌনে একটায় খেলতে নামবে বার্সেলোনা।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে চোট নিয়ে ফেরেন পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় মেসি। চোট থেকে সেরে উঠলেও গত শনিবার লা লিগায় তাকে আলাভেসের বিপক্ষে শুরুর একাদশে খেলাননি এনরিকে, দ্বিতীয়ার্ধে মাঠে নামান বদলি হিসেবে। ২-১ গোলে হেরে যায় লা লিগা চ্যাম্পিয়নরা।

সেল্টিকের বিপক্ষে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “মেসি, আমি চাইব সে প্রতিটি মিনিট খেলুক। সেও এটা পছন্দ করে। কিন্তু এটা নির্ভর করে খেলোয়াড়টি কেমন অনুভব করে তার উপর, সে তার পায়ে কী অনুভব করে তার উপর।”

“আগামীকাল আমরা দেখব সে বেশি মিনিট খেলতে পারে কিনা। সে কত সময় খেলবে এটা নির্ভর করে তার পায়ের অবস্থা কত ভালো তার উপর।”

তবে বার্সেলোনা ডিফেন্ডার জর্দি আলবা চাইছেন, যতটা সম্ভব মেসি এই ম্যাচে খেলুন।

“আমাদের অনেক মানসম্মত খেলোয়াড় আছে কিন্তু লিও আমাদের আলাদা একটি দলে পরিণত করে। লম্বা সময় ধরে সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং এটা অসাধারণ।”