দাবা অলিম্পিয়াডে ছেলেদের জয়, মেয়েদের হার

দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডে উন্মুক্ত বিভাগে জিতেছে ছেলেরা। তবে মহিলা বিভাগে হেরেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2016, 06:21 PM
Updated : 10 Sept 2016, 06:21 PM

আজারবাইজানের বাকুতে শনিবার উন্মুক্ত বিভাগে দক্ষিণ কোরিয়াকে ৪-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলা তিন গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান ও নিয়াজ মোর্শেদ ছাড়াও জিতেছেন ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন।

উন্মুক্ত বিভাগে ৯ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৮০ দেশের মধ্যে ৫৩তম স্থানে থাকা বাংলাদেশ নবম রাউন্ডে ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে।

মেয়েদের বিভাগে বাংলাদেশ ২.৫-১.৫ ব্যবধানে হেরেছে অস্ট্রিয়ার কাছে। তিন মহিলা ফিদে মাস্টারের মধ্যে শারমিন সুলতানা শিরিন ও নাজরানা খান হেরেছেন; জিতেছেন জাকিয়া সুলতানা। মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ ড্র করেছেন। 

মেয়েদের বিভাগে ৮ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৪০ দেশের মধ্যে ৬২তম স্থানে থাকা বাংলাদেশ নবম রাউন্ডে হংকংয়ের সঙ্গে খেলবে।