মালদ্বীপ ম্যাচের বাংলাদেশ দলে চার নতুন মুখ

চোটের কারণে আগেই ছিটকে পড়েছেন অধিনায়ক মামুনুল ইসলাম। কার্ডের খাড়ায় কাঁটা পড়েছেন জামাল ভূইয়া। জুয়েল রানা, আতিকুর রহমান মিশু, আমিনুর রহমান সজীবের ঠাঁই মেলেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া মালদ্বীপ ম্যাচের দলে। আগামী বুধবার মালদ্বীপের পথে রওনা দিতে যাওয়া বাংলাদেশ দলে নতুন মুখ চার জন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 12:22 PM
Updated : 29 August 2016, 12:22 PM

এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের প্রথম লেগে ভুটানের বিপক্ষে ৬ সেপ্টেম্বর মুখোমুখি হওয়ার আগে মালদ্বীপের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ সেপ্টেম্বরের ওই ম্যাচের জন্য মঙ্গলবার ২৩ জনের দল দিয়েছে বাফুফে।

দলে নতুন মুখ উত্তর বারিধারার ফরোয়ার্ড সেন্টু চন্দ্র সেন, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মিডফিল্ডার দিদারুল আলম, আরামবাগ ক্রীড়া সংঘের মোহাম্মদ আব্দুল্লাহ ও জাফর ইকবাল।

সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মিডফিল্ডার এনামুল হক শরীফ; তিন বছর পর প্রাণোতোষ কুমার দাস। ক্যাম্পে শুরুর দিকে না থাকলেও চোট কাটিয়ে ফেরা আবাহনী লিমিটেডের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে রেখেছেন কোচ।

ক্যাম্পের দল থেকে বাদ পড়ছেন উঠতি ফরোয়ার্ড জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, মেহেদী হাসান তপু, ডিফেন্ডার আতিকুর রহমান মিশু, মনসুর আমিন, মোহাম্মদ রুম্মন ও আতিকুর রহমান ফাহাদ।

সদ্য জন্ম নেওয়া সন্তানের পাশে থাকার জন্য জাতীয় দলের কোচ টম সেইন্টফিট এ মুহূর্তে বেলজিয়ামে আছেন। মালদ্বীপ ম্যাচের দল কোচের চাওয়া অনুযায়ী হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন টিম ম্যানজার ইকবাল হোসেন।

মালদ্বীপ ম্যাচের ২৩ জনের বাংলাদেশ দল: 
শহিদুল আলম, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধূরী, তপু বর্মন, মামুন মিয়া, আরিফুল ইসলাম, প্রাণোতোষ কুমার দাস, রেজাউল করিম,ওয়ালী ফয়সাল, শাখাওয়াত হোসেন রনি, সোহেল রানা, ইমন মাহমুদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, ইয়ামিন আহমেদ মুন্না, জাফর ইকবাল, মোহাম্মদ আব্দুল্লাহ, সেন্টু চন্দ্র সেন, সোহেল রানা-২, দিদারুল আলম ও এনামুল হক শরীফ।