বার্সার মুখোমুখি গুয়ার্দিওলার সিটি

সাবেক দল বার্সেলোনার মুখোমুখি হচ্ছেন পেপ গুয়ার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগে লা লিগা চ্যাম্পিয়নদের গ্রুপে পড়েছে তার নতুন দল ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 05:21 PM
Updated : 25 August 2016, 05:39 PM

‘সি’ গ্রুপে বার্সেলোনার অন্য দুই প্রতিপক্ষ জার্মানির বরুসিয়া মনশেনগ্লাডবাখ ও স্কটল্যান্ডের সেল্টিক।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে ‘এফ’ গ্রুপে আছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড, পর্তুগালের স্পোর্তিং লিসবন ও পোল্যান্ডের লেগিয়া ওয়ারস।

গত জুলাইতে সিটির কোচের দায়িত্ব নেওয়া গুয়ার্দিওলা বার্সেলোনার সবচেয়ে সফল কোচ ছিলেন। কাতালান ক্লাবটিকে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ১৪টি শিরোপা জিতিয়েছেন স্পেনের এই কোচ, যার মধ্যে আছে ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।

পাঁচ বারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ২০১৪ ও ২০১৫ সালে শেষ ষোলো থেকে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে।

বার্সেলোনা-ম্যানচেস্টার সিটি ও রিয়াল-ডর্টমুন্ড ছাড়াও গ্রুপ পর্বে বড় লড়াইগুলোর মধ্যে আছে, ‘এ’ গ্রুপে পিএসজি-আর্সেনাল ও ‘ডি’ গ্রুপে বায়ার্ন মিউনিখ-আতলেতিকো মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ:

গ্রুপ ‘এ’: পিএসজি, আর্সেনাল, এফসি বাসেল, লুদোগোরেতস রাজগার্দ

গ্রুপ ‘বি’: বেনফিকা, নাপোলি, দিনামো কিয়েভ, বেসিকতাস

গ্রুপ ‘সি’: বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বরুসিয়া মনশেনগ্লাডবাখ, সেল্টিক

গ্রুপ ‘ডি’: বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোফেন, রোস্তভ

গ্রুপ ‘ই’: সিএসকেএ মস্কো, বায়ার লেভারকুসেন, টটেনহ্যাম হটস্পার, মোনাকো

গ্রুপ ‘এফ’: রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, স্পোর্তিং লিসবন ও লেগিয়া ওয়ারস।

গ্রুপ ‘জি’: লেস্টার সিটি, পোর্তো, ক্লাব ব্রুগে, এফসি কোপেনহেগেন

গ্রুপ ‘এইচ’: ইউভেন্তুস, সেভিয়া, লিওঁ, দিনামো জাগরেভ