ম্যারাথনে অনন্য রেকর্ড কেনিয়ার

মেয়েদের ম্যারাথনে সোনা জিতেছিলেন কেনিয়ার জেমিমা জেলাগাত সামগং। এবার ছেলেদের ম্যারাথনে সেরা হয়ে ইতিহাস গড়লেন তারই স্বদেশি এলিউড কিপচোগে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 01:56 AM
Updated : 22 August 2016, 01:56 AM

অলিম্পিক ইতিহাসে এই প্রথম দুই ম্যারাথনেই সোনা জিতল একটি দেশ।

দাপটের সঙ্গেই সোনা জেতেন কিপচোগে। গেমসের ষষ্ঠদশ দিনে রোববার ফিনিশিং লাইনে ফিতে ছোঁয়ার সময় ৩১ বছর বয়সী কিপচোগের ধারে-কাছে কেউ ছিল না। সময় লাগে তার দুই ঘণ্টা আট মিনিট ৪৪ সেকেন্ড।

ইথিওপিয়ার ফেইসা লিলেসা রুপা ও যুক্তরাষ্ট্রের গ্যাইলেন রাপ ব্রোঞ্জ পদক পান।

২০০৪ ও ২০০৮ অলিম্পিকে ৫ হাজার মিটারে দৌড়াছিলেন কিপচোগে। পরে তিনি ম্যারাথনে দৌড়ানো শুরু করেন।