স্পোতাকোভার স্বপ্ন ভেঙে সেরা কোলাক

চেক প্রজাতন্ত্রের বারবোরা স্পোতাকোভার স্বপ্ন ভেঙে রিও অলিম্পিকে মেয়েদের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতেছেন ক্রোয়েশিয়ার সারা কোলাক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 01:27 PM
Updated : 19 August 2016, 01:27 PM

আর প্রথম নারী হিসেবে অ্যাথলেটিক্সের এক ইভেন্টে টানা তিন বার অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন নিয়ে রিও দে জেনেইরোয় পাড়ি জমানো স্পোতাকোভা পেয়েছেন ব্রোঞ্জ।

২১ বছর বয়সী কোলাক চতুর্থ প্রচেষ্টায় নিজের সেরা ৬৬.১৮ মিটার দূরে বর্শা ছুড়েন, যা রুপা পাওয়া সুনেট ভিলিয়নের চেয়ে ১.২৬ মিটার বেশি।

বেইজিং ও লন্ডন অলিম্পিকে সোনা জেতা ৩৫ বছর বয়সী স্পোতাকোভা ৬৪.৮০ মিটার দূরে বর্শা ছুড়েন।