ময়মনসিংহ পর্বের শুরুতে শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী ড্র

ময়মনসিংহে গ্যালারি ভরা ফুটবলপ্রেমীদের সামনে পয়েন্ট ভাগাভাগি করেছে শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2016, 12:37 PM
Updated : 17 August 2016, 06:06 AM

প্রিমিয়ার লিগে ময়মনসিংহ পর্বের প্রথম ম্যাচে গোলশূন্য এই ড্রয়ে পাওয়া ১ পয়েন্টে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পেছনে ফেলে লিগে শীর্ষে উঠেছে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী।

হ্যাটট্রিক লিগ শিরোপার মিশনে নামা শেখ জামালের এটি তৃতীয় ড্র। চার ম্যাচে ৬ পয়েন্ট তাদের। অন্যদিকে চার ম্যাচে দ্বিতীয় ড্রয়ে ৮ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর।

রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শুক্রবার গ্যালারি ভর্তি সমর্থকের সামনে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরে দুই দল। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ তৈরি করলেও কেউই তা কাজে লাগাতে পারেনি।

২২তম মিনিটে ল্যান্ডিং ডারবোর ক্রসে এনামুল হক শরিফের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। পাল্টা আক্রমণে গোলের সুযোগ পায় চট্টগ্রামের দলটি। কিন্তু রুবেল মিয়া সুযোগটি কাজে লাগাতে পারেননি। পথ আগলাতে দ্রুত দৌড়ে আসা শেখ জামালের গোলরক্ষককে কাটানোর পর এই ফরোয়ার্ডের নেওয়া শট গোল মুখ থেকে ফেরান ইয়াসিন খান।

প্রথমার্ধের শেষ দিকে গোলের দুটি সুযোগ নষ্ট করে শেখ জামাল। ৩৭তম মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করতে করতে ডান দিক দিয়ে আক্রমণে যাওয়া ল্যান্ডিং বক্সের মধ্যে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। একটু পর গাম্বিয়ার এই মিডফিল্ডারের ভলিও লক্ষ্যভ্রষ্ট হয়।

উপভোগ্য ফুটবল দ্বিতীয়ার্ধেও মেলে ধরে দুই দল। তবে শেখ জামাল সুযোগ বেশি তৈরি করলেও গোল অধরা থেকে যাচ্ছিল। ৬৬তম মিনিটে বক্সের একটু বাইরে ডারলিংটন ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় শেখ জামাল। ওয়েডসেন আনসেলমের শট ফিস্ট করে ফেরান রানা।

৭৯তম মিনিটে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় শেখ জামাল। সতীর্থের রক্ষণচেরা পাস ধরে বক্সের মধ্যে তারিক আল জানাবিকে কাটিয়ে ল্যান্ডিংয়ের নেওয়া শট দূরের পোস্টে লেগে ফিরে আসে।

এগিয়ে যাওয়ার আরেকটি সুবর্ণ সুযোগ শেখ জামাল হারায় ৮৬তম মিনিটে। বাঁ দিক থেকে আক্রমণে যাওয়া ওয়েডেসেনের নিখুঁত কাট ব্যাকে গোলমুখে থেকেও আলতো টোকা দেওয়ার কাজটুকু করতে পারেননি ল্যান্ডিং।

৯০তম মিনিটে লিওনেল সেইন্ট প্রিয়াক্সের ক্রসের নাগাল দৌড়ে গিয়েও পাননি চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড জাহিদ হোসেন। শেষ পর্যন্ত গোলের নাগাল পায়নি কোনো দলই।