আবাহনীর মিজানুর ৩ ম্যাচ নিষিদ্ধ

আম্পায়ারকে লাথি মারার অভিযোগে আবাহনীর মিজানুর রহমানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই ডিফেন্ডারের চলতি প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আর খেলা হচ্ছে না।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 03:48 PM
Updated : 26 June 2016, 03:48 PM

মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে গত শনিবার ঊষা ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেডের মধ্যে ১-১ ড্র ম্যাচের শেষ দিকে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে মাঠে এসে ওমানের আম্পায়ারকে লাথি মারেন মিজানুর। আম্পায়ার তখনই মিজানুরকে লাল কার্ড দেখান।

লিগ কমিটির সম্পাদক কাজী মাইনুজ্জামান জানান, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা নিয়ে রোববার বৈঠকের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় মিজানুরকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়।

“যেহেতু আবাহনীর তিনটির বেশি বেশি ম্যাচ নেই, সেহেতু তিন ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদেরও এ নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। সে (মিজানুর) যে কাজটা করেছে; তা ভীষণ অন্যায়।”

চলতি লিগে খেলোয়াড় নিষিদ্ধ হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের দুই ভাই সিরাজ ও শাহবাজ আলিকে মারধর করে এর আগে নিষিদ্ধ হন মোহামেডানের ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দন।