পায়েতের গোলে ফ্রান্সের দারুণ জয়

দিমিত্রি পায়েতের ৯০ মিনিটের গোলে ক্যামেরুনকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইউরো ২০১৬ আয়োজক ফ্রান্স। সোমবার রাতে অন্য প্রীতি ম্যাচে জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়া খেলতে নেমে স্লোভেনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে সুইডেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 05:33 AM
Updated : 31 May 2016, 08:22 AM

ফ্রান্সের নঁতে ম্যাচের ২০তম মিনিটে কিংসলে কোমানের দারুণ ক্রসে ভলিতে বল জালে পাঠান পিএসজির মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। দুই মিনিটের মধ্যেই সমতা ফেরান ভিনসেন্ত আবুবকর।

৪১তম মিনিটে পগবার লম্বা ক্রসে ডি-বক্সে বল পেয়ে আবার ফ্রান্সকে এগিয়ে দেন অলিভিয়ে জুরুদ।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ক্যামেরুনের এরিক ম্যাক্সিম চুপো-মোতিং গোল করলে মনে হচ্ছিল সমতাতেই শেষ হবে উত্তেজনাপূর্ণ ম্যাচটি। তবে ৯০তম মিনিটে ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে ইউরোর স্বাগতিকদের জয় এনে দেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের পায়েত।

আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ইউরোর আগে শেষ প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স।

ইউরোতে ১০ জুন উদ্বোধনী ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ রোমানিয়া। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে আলবেনিয়া ও সুইজারল্যান্ড।

অন্য ম্যাচে মালমোতে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে ইব্রাহিমোভিচের অভাব বোধ করেছে স্বাগতিক সুইডেন। স্কোয়াডে থাকলেও বিশ্রাম দেওয়ার জন্য তারকা স্ট্রাইকারকে নামাননি কোচ।

স্টকহোমে আগামী বৃহস্পতিবার ওয়েলসের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলবে সুইডেন।

ইউরোতে সুইডেনের প্রথম ম্যাচ আগামী ১৩ জুন রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও ইতালি।