অনূর্ধ্ব-১৮ বাস্কেটবল: দ. এশিয়ার বাছাইপর্ব শুরু বুধবার

আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (ফিবা) অনূর্ধ্ব-১৮ ‘এশিয়ান জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ’ এর দক্ষিণ এশিয়া অঞ্চলের বাছাইপর্ব শুরু হচ্ছে বুধবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 01:47 PM
Updated : 30 May 2016, 01:47 PM

লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও নেপালের মধ্যে বুধ ও বৃহস্পতিবার রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই খেলা হবে।

সোমবার অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ সচিব অশোক কুমার বিশ্বাস প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

চ্যাম্পিয়ন দল জুলাইয়ে ইরানে হতে যাওয়া ‘এশিয়ান জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে’ খেলার সুযোগ পাবে।

ঢাকার এ প্রতিযোগিতায় স্পন্সর করছে প্রাণ কনফেকশনারি লিমিটেডের ট্রিট ডেইরি মিল্ক চকোলেট ও ফ্রুট ফিল গাম।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার এ কে সরকার, প্রাণ কনফেকশনারি লিমিটেডের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস এ কে এম মঈনুল ইসলাম মঈন ও ব্র্যান্ড ম্যানেজার সাখাওয়াত আহামেদ উপস্থিত ছিলেন।