বার্সায় আসার সিদ্ধান্ত মেসির জন্য ছিল কঠিন

বার্সেলোনার হয়ে একের পর এক সাফল্য মুঠোবন্দি করে চলেছেন লিওনেল মেসি, হয়ে উঠেছেন বিশ্বসেরা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে কাম্প নউয়ের জন্য নিজের দেশ আর্জেন্টিনা ছেড়ে আসাটা কঠিন সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন পাঁচবারের বর্ষসেরা এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 11:56 AM
Updated : 25 May 2016, 11:56 AM

শৈশবের সময়টা আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েজে কাটানোর পর ১৩ বছর বয়সে মেসি তার পরিবারের সঙ্গে বার্সেলোনায় পাড়ি জমান। আর এরপরের সবই ইতিহাস, আটটি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত মোট ২৮টি শিরোপা জিতেছেন তিনি।

সাফল্যের এমন চূড়ায় থেকেও ২৮ বছর বয়সী মেসি জানালেন, ছোট্ট বয়সে দেশ ছাড়ার সিদ্ধান্তটা কঠিন ছিল।

স্পোর্টস ইলাস্ট্র্যাটেডকে মেসি বলেন, “সময়টা জটিল ছিল। এক দিকে এটা দারুণ ছিল, কারণ বার্সেলোনায় এসে খেলতে পারাটা চমৎকার ব্যাপার। অন্য দিকে, এটা ছিল কঠিন কারণ আমি সব কিছু পেছনে ফেলে এসেছিলাম। শৈশবে আমি আমার বন্ধু ও পরিবারের একটা অংশকে ফেলে এসেছিলাম।”

“এমন একটা দেশে আসা যেখানে আমার কিছুই ছিল না; একেবারে শূন্য থেকে শুরু করার বিষয়টি খুব কঠিন ছিল।”