ইউরোর সেমিতে উঠলেই খুশি চ্যাম্পিয়ন স্পেন

হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি নিয়ে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে স্পেন। তবে দেশটির কোচ ভিসেন্তে দেল বস্ক বলেছেন, তার শিষ্যরা শেষ চারে উঠতে পারলেই খুশি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2016, 11:49 AM
Updated : 24 May 2016, 11:49 AM

২০০৮ সালে ইউরোর শিরোপা জিততে ফাইনালে জার্মানিকে হারায় স্পেন। আর ২০১২ সালে তারা শিরোপা জেতে ইতালিকে হারিয়ে।

৬৫ বছর বয়সী দেল বস্ক বলেন, “আমরা যদি সেমি-ফাইনালে যেতে পারি, তাহলেই খুশি হবো। আমি আপনাদের সত্যি বলছি। যদিও কেউ কেউ (শিরোপা) না জেতাকেই ব্যর্থতা বলে ধরবেন।”

দেল বস্ক তার ইউরোর দল নিয়ে বলেন, “গত আট বছরে আমরা অনেক খেলোয়াড় বেছেছি এবং তাদের নিয়ে সত্যি কোনো বিতর্ক হয়নি। এটা (এবারের ইউরোর দল) নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি কথা হচ্ছে। দলের ভালোর জন্য আমরা সম্ভাব্য সেরা খেলোয়াড় বাছতে চেষ্টা করেছি।”