তাজিকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক (দক্ষিণ ও মধ্যাঞ্চল) চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 01:28 PM
Updated : 30 April 2016, 03:15 PM

আগামী রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। অপর সেমি-ফাইনালে ইরানকে ৪-৩ গোলে হারায় তারা।

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আলমোসি অ্যাকাডেমি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশকে বড় ব্যবধানে জেতাতে হ্যাটট্রিক করেন তহুরা খাতুন ও মনিকা চাকমা। অনুচিং মোগিনি করেন জোড়া গোল; বাকি গোলটি করেন আখি। 
 
পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেন তহুরা। ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অনুচিং। ত্রয়োদশ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। 
 
এর এক মিনিট পরই স্কোরলাইন ৪-০ করেন তহুরা। ৭০তম মিনিটে দলের পঞ্চম ও নিজের হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি করেন তিনি। 
 
মনিকা তার গোল তিনটি করেন ষোড়শ, ৪৪তম ও ৫৭তম মিনিটে। আর আখি তার গোলটি করেন ৬১তম মিনিটে।
 
ভারতকে ৩-১ গোলে হারিয়ে এই আসরে শুভসূচনা করা বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছিল নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে।