রোনালদিনিয়ো-বেকহামকে অনুসরণ উইলিয়ানের

ফ্রি-কিক থেকে গোলে উইলিয়ানের সাফল্যের জন্য চেলসির সমর্থকরা রোনালদিনিয়ো আর ডেভিড বেকহ্যামকে ধন্যবাদ জানাতে পারে। ভালো ফ্রি-কিক নেওয়ার জন্য এই দুই সাবেক তারকাকে অনুসরণ করেছেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের ক্লাবটির মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 11:19 AM
Updated : 11 Feb 2016, 11:19 AM

এ মৌসুমে চেলসির দু:স্বপ্নময় যাত্রায় আলোর রেখা বলতে ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ানই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চেলসির হয়ে এ মৌসুমে ৮টি গোল করেন তিনি। এর মধ্যে ছয়টিই করেন ফ্রি-কিক থেকে।

বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনিয়ো ফ্রি-কিক থেকে অসাধারণ অনেক গোল করেছেন। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা বেকহ্যামও ছিলেন ফ্রি-কিক বিশেষজ্ঞ। 

উইলিয়ান তাদের দেখে দেখেই ভালো ফ্রি-কিক নেওয়া শিখেছেন বলে জানান।

“কিছু খেলোয়াড় যারা বলটি ভালো মারতেন বলে আমি জানতাম, এমন অনেক খেলোয়াড়ের খেলা আমি সবসময় দেখতাম।”

“রোনালদিনিয়ো আর ডেভিড বেকহ্যাম খুবই ভালো ফ্রি-কিক নিতেন। তাই কিছু খেলোয়াড়কে সব সময় অনুসরণ করতে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে চেষ্টা করি আমি; যাতে আমি গোল করতে পারি।”

২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ত্রয়োদশ স্থানে আছে চেলসি। শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে ২৩ পয়েন্ট পিছিয়ে তারা।