ঘরের মাঠে লিভারপুলের হোঁচট

লেস্টার সিটির বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে উঠার আগেই হোঁচট খেয়েছে লিভারপুল। ঘরের মাঠে ২-০ গোলে এগিয়ে গিয়েও অবনমন অঞ্চলে থাকা সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 05:39 PM
Updated : 6 Feb 2016, 08:11 PM

শনিবার অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ২-২ ব্যবধানে ড্র হওয়া ম্যাচে চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। 
 
গত সপ্তাহে লেস্টার সিটির কাছে ঘরের মাঠে ২-০ গোলে হারা লিভারপুল ম্যাচের ২০তম মিনিটে প্রথম সুযোগ পায়। তবে স্পেনের ডিফেন্ডার আলবের্তো মরেনোর নিচু কোনাকুনি শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সান্ডারল্যান্ড গোলরক্ষক। 
 
খানিক বাদে তাদের আরেকটি ভালো আক্রমণ রক্ষণে প্রতিহত হয়। ৪৪তম মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার রবের্তো ফিরমিনোর জোরালো শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
 
৫৯ মিনিটে জেমস মিলনারের ক্রসে চমৎকার হেডে সান্ডারল্যান্ডের গোলরক্ষককে ফাঁকি দেন ফিরমিনো। লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তার পঞ্চম গোল। 
 
৬৪তম মিনিটে দুবার দলকে বাঁচান সান্ডারল্যান্ডের গোলরক্ষক। প্রথমে অ্যাডাম লালানা ও পরেরবার জর্ডন ইবের শট ফিরিয়ে দেন তিনি। 
 
৭০তম মিনিটে লালানার গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল। এই গোলে দারুণ অবদান রাখেন ফিরমিনো। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে সুযোগটি তৈরি করেন তিনি। ছুটে আসা লালানা ৮ গজ দূর থেকে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি। 
 
৮২তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমান অ্যাডাম জনসন। 
 
অ্যানফিল্ডের হতাশা বাড়িয়ে ৮৮তম মিনিটে ১০ গজ দূর থেকে বল জালে পাঠান জার্মেইন ডিফো। 
 
এই ড্রয়ের পর ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে লিভারপুল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে সান্ডারল্যান্ড। 
 
এর আগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে লেস্টার সিটি। ২৫ ম্যাচে দলটির পয়েন্ট ৫৩।
 
দিনের অন্য ম্যাচে ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে টটেনহ্যাম হটস্পার্স। তিন নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৭।