‘আমরা বার্সাকে হারাতে পারি’

ইউরোপ সেরার লড়াইয়ে বার্সেলোনার কাছে হেরে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্সেনালের। তবে এবার তারা ঘুরে দাঁড়াতে আশাবাদী; বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার প্রত্যয় দলটির কোচ আর্সেন ভেঙ্গারের কণ্ঠে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2015, 03:43 PM
Updated : 17 Dec 2015, 03:43 PM

গত সোমবার চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলো পর্বের ড্রয়ে বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে নাম ওঠে ইংলিশ ক্লাব আর্সেনালের। ওই ড্রয়ের পর বৃহস্পতিবার প্রথম সাবাদিকদের সঙ্গে কথা বলেন ভেঙ্গার।
 
আত্মবিশ্বাসী কণ্ঠে ভেঙ্গার বলেন, “আমরা এমন একটা দলের বিপক্ষে খেলব যারা শিরোপাধারী এবং ইউরোপের অন্যতম সেরা দল। কিন্তু আমি মনে করি, তাদেরকে হারানোর সুযোগ আমাদের আছে।”
 
২০০৫-০৬ আসরের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে আর্সেনালের; ২-১ গোলে হেরে যায় তারা। ২০১০ সালে কাতালুনিয়া দলটির কাছে হেরেই কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে লন্ডনের ক্লাবটি। 
 
পরের বছরও ‘গানার্স’ নামে পরিচিত দলটির পথচলা শেষ হয় সেরা ষোলোতে লিওনেল মেসিদের কাছে হেরে।
 
এবার ফের সেই প্রতিপক্ষ, একই মঞ্চ। পারবে আর্সেনাল? 
 
প্রত্যয়ী ভেঙ্গার বলেন, “আমরা এখন আরও পরিণত। সবসময়ই এটা (লড়াই) খুব কঠিন ছিল এবং কখনও কখনও আমরা দুর্ভাগা ছিলাম। আমরা তা ভুলিনি।”