আরও উন্নতি চান বার্সা কোচ

পাঁচ গোলের ব্যবধানে জয় যে কোনো দলের জন্যই অসাধারণ। এএস রোমাকে এভাবে হারাতে পেরে লুইস এনরিকেও দারুণ খুশি। তবে শিষ্যদের কাছ থেকে আরও উন্নতি চাইছেন বার্সেলোনা কোচ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 11:12 AM
Updated : 25 Nov 2015, 11:12 AM

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গত মঙ্গলবার রাতে নিজেদের মাঠে রোমাকে ৬-১ গোলে হারায় বার্সেলোনা। দারুণ এই জয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি আর লুইস সুয়ারেস। 
 
ম্যাচ শেষে এনরিকে বলেন, “নিশ্চয়ই আমরা অনেক বিষয়ের উন্নতি করতে পারি। ফুটবলের মতো একটি জটিল খেলায় সব সময়ই উন্নতির জায়গা থাকে। আমরা একটি ভালো অবস্থায় আছি এবং এর সর্বোচ্চ সুবিধা নিতে হবে আমাদের।”
 
দলের ভালো সময়টা খেলোয়াড়রা মাঠে উপভোগ করছে এবং নিজেদের সেরা খেলাটা উপহার দিচ্ছে দেখে খুশি এনরিকে।
 
নতুন মৌসুমে বার্সেলোনার দুর্দম্য গতিতে এগিয়ে চলার একটা রহস্যও জানান এনরিকে। 
 
“আমরা প্রত্যেকটা ম্যাচকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখি। আমরা জানি যে, মৌসুমের শেষ দিকের জন্য রক্ষণাত্মক এই চাপ আমাদের প্রয়োজন আছে। যত বেশি অনুশীলন করব, ততই ভালো।”