ঘুরে দাঁড়ানোর প্রত্যয় রিয়াল কোচের

বার্সেলোনার কাছে বিশাল ব্যবধানে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের আত্মবিশ্বাসও নিশ্চয় ধাক্কা খেয়েছে। তবে এ অবস্থা থেকে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রত্যয় রাফায়েল বেনিতেসের কণ্ঠে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 04:25 PM
Updated : 22 Nov 2015, 05:36 PM

মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকোয়’ ঘরের মাঠে ৪-০ গোলে হারে রিয়াল। শনিবারের ম্যাচটিতে লুইস সুয়ারেস দুটি এবং নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তা একটি করে গোল করেন।

আক্রমণাত্মক পরিকল্পনায় মাঠে নামলেও রিয়ালের ‘বিবিসি’ আক্রমণভাগকে তেমন খুঁজেই পাওয়া যায়নি। 

এই হারে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল।

তাছাড়া এমন লজ্জার হারের পর খেলোয়াড়দের লড়াকু মানসিকতাও কিছুটা ধাক্কা খায়। তবে বেনিতেসের আশা, তার খেলোয়াড়েরা দ্রুতই তা কাটিয়ে উঠবে।

“এখন আমাদের কঠিন অনুশীলন করতে হবে এবং উন্নতিতে কঠোর পরিশ্রম করতে হবে। আশা করি, দল দ্রুত (হারের ধাক্কা) কাটিয়ে উঠবে। আপনি যখন এভাবে হারবেন তখন খেলোয়াড়দের আচরণ কেমন হবে, তা নিয়ে একটা দু:শ্চিন্তা থেকেই যায়।”