নেইমারের জার্সি ফিরিয়ে দিলেন রেফারি 

ম্যাচ জয়ী নেইমারের জার্সি পেতে বেশিরভাগ মানুষই হয়ত উন্মুখ থাকবে। তবে হোসে এরনান্দো বুইত্রাগো এই দলে নেই। পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ জয়ের পর কলম্বিয়ার এই রেফারিকে জার্সি দিতে চেয়েছিলেন ব্রাজিল অধিনায়ক। কিন্তু বুইত্রাগো প্রস্তাবটি ফিরিয়ে দেন। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2015, 08:52 AM
Updated : 19 Nov 2015, 08:54 AM

নিজেদের মাঠ সালভাদরের ফন্তে নোভায় বাংলাদেশ সময় গত বুধবার সকালে পেরুকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। ম্যাচে পুরো ৯০ মিনিট খেলা নেইমারকে প্রথমার্ধে হলুদ কার্ড দেখান রেফারি বুইত্রাগো। 
 
ম্যাচ শেষে বুইত্রাগো আর তার সহকারীদের দিকে এগিয়ে যান নেইমার। নিজের জার্সিটা খুলে রেফারিকে সাধেন তিনি। তবে বুইত্রাগো নিজের হাত দুটি পেছনে নিয়ে মাথা ঝাঁকিয়ে না বলে দেন। এর পর নেইমারও হেসে চলে আসেন।   
 
চিলির কাছে হার ২-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করা ব্রাজিল ৪ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে একুয়েডর। আর ৯ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে তৃতীয় স্থানে। 
 
এই অঞ্চল থেকে ২০১৮ বিশ্বকাপে সরাসরি চারটি দল খেলবে। পঞ্চম স্থানে থাকা দলটির প্লে-অফ খেলে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।