চিলিতে হারের হতাশায় নুয়ে আছে ব্রাজিল

চিলির কাছে হেরে যাওয়ার হতাশা থেকে ব্রাজিল দল এখনও বেরোতে পারেনি বলে মনে করেন দেশটির কোচ দুঙ্গা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 10:35 AM
Updated : 13 Oct 2015, 10:35 AM

রাশিয়া ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ৭টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ দিয়ে জয়ে ফিরতে মরিয়া দুঙ্গার দল। 
 
খেলোয়াড়দের মানসিক অবস্থা বোঝাতে গিয়ে দুঙ্গা বলেন, “চিলির বিপক্ষে হারের পর খেলোয়াড়রা এখন হতাশাগ্রস্ত।”
 
ব্রাজিলের এই প্রজন্ম দেশটির অতীত সাফল্যের চাপটা নিতে পারছে না বলে মনে করেন ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী দলটির অধিনায়ক দুঙ্গা।
 
“হয়ত তাদের প্রতিক্রিয়া (আগের প্রজন্মের) মতো নয়।”

সমর্থকদের চাপের কথাটাও উল্লেখ করেন দুঙ্গা।

“আমাদের কিছু এনে দিতে হবে কারণ ফুটবল সবসময়ই ব্রাজিলিয়ানদের আনন্দের উপলক্ষ।”
 
“সমর্থকরা কিছু আনন্দ চায় এবং এ নিয়ে আমরা পুরোপুরি সচেতন। আমি আর আমার স্টাফরা (চিলির কাছে হারার পর) রাতে ভালো ঘুমাতে পারিনি”, যোগ করেন ব্রাজিল বিশ্বকাপের পর দলের দায়িত্ব নেওয়া দুঙ্গা।