পেছাল এসএ গেমস

ঠাণ্ডার কারণে ভারতের গোহাটি ও শিলংয়ে হতে যাওয়া এসএ গেমসের দ্বাদশ আসর পিছিয়ে দিয়েছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল। আগামী বছর জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও এখন তা ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 03:39 PM
Updated : 12 Oct 2015, 03:39 PM

গত রোববার সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সদস্য দেশগুলোর বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানায় ভারতের বার্তা সংস্থা পিটিআই। 
 
টেনিসকেও গেমসে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে।
 
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি এম রামাচন্দ্রন পিটিআইকে জানান, কিছু সদস্যের অনুরোধ আর জানুয়ারিতে (গোহাটি ও শিলংয়ের) ঠাণ্ডা আবহাওয়ার বিষয়টি আমলে নিয়ে আসর শুরুর দিন পরিবর্তন করা হয়।
 
ফেব্রুয়ারির মাঝামাঝি শুরুর কথা বলা হলেও ঠিক কবে এসএ গেমসের দ্বাদশ আসর মাঠে গড়াবে তা জানানো হয়নি। আগের সূচি অনুযায়ী গোহাটি ও শিলংয়ে ১০ জানুয়ারি এই আসর শুরু হয়ে ২০ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।