ইব্রাহিমোভিচের গোলের রেকর্ড

জোড়া গোল করে মার্শেইয়ের বিপক্ষে পিএসজিকে জয় এনে দিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। একই সঙ্গে ফ্রান্সের ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন সুইডিশ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 07:01 AM
Updated : 5 Oct 2015, 07:01 AM

নিজেদের মাঠে রোববার ফরাসি লিগ ওয়ানে মার্শেইকে ২-১ গোলে হারায় পিএসজি। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
 
ম্যাচের ৩০তম মিনিটে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। তবে চার মিনিটের মধ্যে পেনাল্টি থেকে দুটি গোল করে দলকে জেতান ইব্রাহিমোভিচ।
 
দুটি পেনাল্টিই পিএসজি পায় ইব্রাহিমোভিচের কল্যাণে। বক্সের মধ্যে মার্শেই গোলরক্ষক ইব্রাহিমোভিচকে ফাউল করলে প্রথম পেনাল্টিটি পায় তারা। আর দ্বিতীয় পেনাল্টিটি আসে দীর্ঘদেহী এই ফরোয়ার্ডের গোলমুখী হেড প্রতিপক্ষের এক খেলোয়াড় বক্সের মধ্যে হাত দিয়ে ঠেকানোয়।  
 
এসি মিলান থেকে ২০১২ সালে পিএসজিতে নাম লেখান ইব্রাহিমোভিচ। ফ্রান্সের শীর্ষ ক্লাবটির হয়ে এ নিয়ে ১১০টি গোল করলেন গত শনিবার ৩৪ বছরে পা রাখা এই ফরোয়ার্ড। 
 
এর আগে পিএসজির হয়ে সর্বোচ্চ ১০৯টি গোলের রেকর্ড ছিল পেদ্রো পলেতার। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত পিএসজিতে খেলেন পর্তুগালের এই খেলোয়াড়।