বরখাস্ত করুন, পদত্যাগ করব না: মরিনিয়ো

দুঃসময় পিছু ছাড়ছে না চেলসির। আর চেলসি ছাড়ছেন না জোসে মরিনিয়ো। সাউথ্যাম্পটনের কাছে হারার পর স্ট্যামফোর্ড ব্রিজের দলটির কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কর্তৃপক্ষ চাইলে তাকে বরখাস্ত করতে পারে, কিন্তু তিনি পদত্যাগ করবেন না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 11:54 AM
Updated : 4 Oct 2015, 11:54 AM

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএলে) গত শনিবার সাউথ্যাস্পটনের কাছে ৩-১ গোলে হেরে যায় চেলসি। এ মৌসুমে লিগে এটি তাদের চতুর্থ পরাজয়।

সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের আগে মরিনিয়ো বলেছিলেন, ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন তিনি। ঘরের মাঠে আরেকটি হারের পর এবার নিজের অন্য একটি অবস্থানের কথা বলেন পর্তুগিজ এই কোচ।

"আমি এটা পরিষ্কার করতে চাই। প্রথমত, আমি পালাই না। দ্বিতীয়ত, ক্লাব চাইলে আমাকে বরখাস্ত করতে পারে। কারণ, আমি আমার দায়িত্ব আর দল ছেড়ে পালাচ্ছি না।"

আট ম্যাচ থেকে আট পয়েন্ট নিয়ে ইপিএলে তালিকার ষোড়শ স্থানে আছে চেলসি। শনিবার ঘরের মাঠে নিউক্যাসলকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার সিটি সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সব মিলিয়ে শিরোপার আশা ছেড়ে দিয়েছেন গত মৌসুমের চ্যাম্পিয়ন দলের কোচ।

"এখন চ্যাম্পিয়ন হওয়াটা খুব কঠিন। কারণ, দূরত্বটা বেশ বড় রকমের।"

শিরোপা জিততে না পারলেও শীর্ষ চারের মধ্যে থেকে লিগ শেষ করার বিষয়ে এখনও আত্মবিশ্বাসী মরিনিয়ো।