বাংলাদেশ নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনও

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে আসার আগে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নজর রাখছে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন (এফএফএ)। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা চিন্তিত নয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2015, 12:09 PM
Updated : 29 Sept 2015, 12:09 PM

এফএফএ -এর এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ফক্স স্পোর্টস মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, আগামী নভেম্বরে বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে এফএফএ বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

"বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ডিএফএটি (ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড) ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং এএফসির (এশিয়ান ফুটবল ফেডারেশন) সঙ্গে আলোচনা করছে এফএফএ।"

কদিন আগে ডিএফএটি নির্দেশনা পেয়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সফর পিছিয়ে দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গত সোমবার ক্রিকেট দলের ঢাকায় আসার কথা ছিল।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রী ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে যায় বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল। সফর পেছানো নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থানের এখনও কোনো পরিবর্তন হয়নি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৭ নভেম্বর খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

এফএফএ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত হলেও অস্ট্রেলিয়া ফুটবল দলের বাংলাদেশ সফর নিয়ে উদ্বিগ্ন নয় বাফুফে। সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ‘ক্রিকেট ও ফুটবল আলাদা বিষয়’ উল্লেখ করে বলেন, “এটা নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। যদি কিছু হয়, তাহলে আমাদেরকে তা ফিফা জানাবে।”

এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছে তারা। এক পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ।