স্পেনে আশ্রয় নেয়া শরণার্থীদের পাশে রিয়াল মাদ্রিদ

স্পেনে আশ্রয় নেয়া সিরিয়ার শরণার্থীদের জন্য ১০ লাখ ইউরো দান করার ঘোষণা দিয়েছে দেশটির ক্লাব রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 02:04 PM
Updated : 5 Sept 2015, 02:04 PM

সিরিয়ায় চার বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ থেকে বাঁচতে সেদেশের লাখ লাখ মানুষ এখন ইউরোপের দিকে ছুটছে৷

এই সব শরণার্থীদের মধ্যে যারা স্পেনে আশ্রয় নিয়েছে, শনিবার নিজেদের ওয়েবসাইটে তাদের সাহায্যে এগিয়ে আসার ঘোষণা দেয় রিয়াল।

'যুদ্ধ ও মৃত্যুর হাত থেকে বাঁচতে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে আসা পুরুষ, মহিলা ও শিশুদের সাহায্য করতে' অর্থ দানের এই সিদ্ধান্ত বলে জানায় ক্লাবটি।

ক্লাবটি আরও জানায়, স্পেনে আশ্রয় নেয়া এইসব শরণার্থী যাদের অধিকাংশই সিরিয়া থেকে এসেছে, তাদের আরও কিভাবে সাহায্য করা যায় সে বিষয়ে আলাপ করার জন্য রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস গত শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রোজোইয়ের সঙ্গে বৈঠক করেছেন।