গোল পাওয়ার স্বস্তি রিয়ালে

গোল-খরা কাটিয়ে রিয়াল বেতিসের বিপক্ষে দলের বড় জয়ে সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেস। গোল-খরা কাটায় স্বস্তি ফিরে এসেছে সান্তিয়াগো বের্নাবেউতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 10:03 AM
Updated : 30 August 2015, 10:03 AM

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে এবারের লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল। 
 
ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমা-বিবিসি নামে পরিচিত রিয়ালের এই আক্রমণ-ত্রয়ী গত অনেক দিন ধরেই গোল-খরায় ভুগছিল। মৌসুম শুরুর আগে খেলা প্রস্তুতিমূলক আটটি প্রীতি ম্যাচের চারটিতেই গোল পায়নি তারা। 
 
লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে স্পোর্তিং গিহনের মাঠ থেকেও গোলশূন্য ড্র করে ফেরে রিয়াল। 
 
বেতিসের বিপক্ষে রোনালদো গোল না পেলেও খরা কেটেছে বেল আর বেনজেমার। আর এর ফলে স্বস্তি ফিরে এসেছে বের্নাবেউতে। ম্যাচ শেষে বেনিতেসের কথায়ও সেই সুরই বাজল। 
 
"আমার ভালো লাগছে যে, আমরা পাঁচটি গোল করেছি। দলের পারফরম্যান্সে আমি খুশি।"
 
কলম্বিয়ার ফরোয়ার্ড হামেস রদ্রিগেস আর বেলের জোড়া গোল আর বেনজেমার লক্ষ্যভেদে খুশি বেনিতেস। রোনালদো গোল না পেলেও তার খেলায় সন্তুষ্ট রিয়ালের কোচ। 
 
"গোলে সবচেয়ে বেশি প্রচেষ্টা (শট নেওয়া) ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর। দল সুযোগ তৈরি করে যেতে থাকলে তার গোল আসবেই।"