সোনা জয় নিয়ে বোল্টের সন্দেহ ছিল না 

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থবারের মতো ২০০ মিটার স্প্রিন্টের সোনা জয়ের পর উসাইন বোল্ট জানিয়েছেন, এ নিয়ে তার মনে কোনো সন্দেহ ছিল না। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 10:15 AM
Updated : 28 August 2015, 10:15 AM

চোটের কারণে বছরের বেশিরভাগ সময়ই ট্র্যাকের বাইরে ছিলেন বোল্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে অনেকেই বলছিলেন, এবার জাস্টিন গ্যাটলিনের সঙ্গে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে আর পেরে উঠবেন না জ্যামাইকার স্প্রিন্টার। 
 
সব সংশয় উড়িয়ে গত রোববার ১০০ মিটারে সোনা জয়ের পর বৃহস্পতিবার বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে ২০০ মিটারেও সেরা হন বোল্ট। 
 
দুই ইভেন্টেই বিশ্ব রেকর্ডের মালিক এবার ২০০ মিটার জেতার পর ট্র্যাকের পাশে এক সাক্ষাৎকারে বলেন, "এটা দারুণ। ২০০ মিটারে এটা চতুর্থবার এবং আমার কাছে এটা অনেক কিছু।" 
 
পেছনে যত সমালোচনাই হোক না কেন, এখানে জেতার বিষয়ে তার মনে কোনো সন্দেহই ছিল না বলে জানান বোল্ট। 
 
২০০ মিটার জিততে নিজের পরিকল্পনা কী ছিল, দৌড় শেষে তাও জানান বোল্ট। 
 
"জানতাম, নিশ্চিতভাবেই ১৫০ মিটার আমাকে জোরে দৌড়াতে হবে। বুঝতে পেরেছিলাম যে, বিজয়ী সেই হবে যে ১৫০ মিটারে ভালো করবে। আমি জানতাম, আমাকে জোরে দৌড়াতে হবে।"