বেইজিংয়ে ৮০০ মিটারের সোনা রুডিশার

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরষদের ৮০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন ডেভিড রুডিশা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2015, 03:03 PM
Updated : 25 August 2015, 03:03 PM

মঙ্গলবার হওয়া এই ইভেন্টের ফাইনালে ১ মিনিট ৪৫.৮৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন রুডিশা। এর আগে ২০১১ সালে দেগুতেও এই ইভেন্টের সোনা জিতেছিলেন কেনিয়ার এই দৌড়বিদ।
 
১ মিনিট ৪৬.০৮ সেকেন্ড সময় নিয়ে রূপা জেতেন পোল্যান্ডের আদাম স্কসতট। ব্রোঞ্জ জয়ী বসনিয়া-হার্জেগোভিনার আমেল তুকা সময় নেন ১ মিনিট ৪৬.৩০ সেকেন্ড।   
 
বেইজিংয়ের এই আসরে একই দিনে মেয়েদের ১৫০০ মিটারে সোনা জিতেছেন ইথিওপিয়ার জেনজেবে দিবাবা। ৪ মিনিট ৮.০৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটাই তার সেরা সাফল্য।
 

এই ইভেন্টের রূপা জেতেন কেনিয়ার ফেইথ কিপেইগন, ৪ মিনিট ৮.৯৬ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। আর ব্রোঞ্জ জেতা নেদারল্যান্ডসের সিফান হাসান সময় নেন ৪ মিনিট ৯.৩৪ সেকেন্ড।