সিনসিনাটির শিরোপা ধরে রাখলেন সেরেনা

সিমোনা হালেপকে সরাসরি সেটে হারিয়ে সিনসিনাটি ওপেনের শিরোপা ধরে রাখলেন সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2015, 11:59 AM
Updated : 24 August 2015, 11:59 AM

যুক্তরাষ্ট্রে রোববার ফাইনালে মেয়েদের এক নম্বর তারকার জয়টি ৬-৩, ৭-৬ গেমে।
 
ক্যারিয়ারে সেরেনার এটি ৬৯তম শিরোপা। এই জয়ে টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ীদের তালিকায় পঞ্চম স্থানে উঠে আসলেন মার্কিন এই তারকা।

এই বছরে সেরেনার এটি পঞ্চম শিরোপা। বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডনে জেতা ছাড়াও মিয়ামিতে চ্যাম্পিয়ন হন তিনি। 
 

রোববারের এই ফাইনাল জয় দিয়ে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের প্রস্তুতিটাও ভালো মতো সেরে নিলেন সেরেনা। ক্যারিয়ারে এ পর্যন্ত ২১টি গ্র্যান্ড স্ল্যাম জেতেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। তবে কখনও এক বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি তিনি। 
সিনসিনাটির শিরোপা ধরে রাখার মধ্য দিয়ে অধরা ওই অর্জনের সম্ভাবনাটা জোরালো করলেন আগামী মাসে ৩৫ বছর বয়সে পা দিতে যাওয়া সেরেনা।