এশিয়ান দাবার দ্বিতীয় রাউন্ডে জিয়ার ড্র

এশিয়া কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 05:34 PM
Updated : 3 August 2015, 06:42 PM

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে সোমবার উন্মুক্ত বিভাগে কিরগিজস্তানের আন্তর্জাতিক মাস্টার আসিল আবদিয়াপারের সঙ্গে ড্র করেন জিয়া। দুই রাউন্ড শেষে দেড় পয়েন্ট পাওয়া জিয়া তৃতীয় রাউন্ডে খেলবেন ভারতের শশীকিরণ কৃষ্ণর বিপক্ষে।
 
বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন দ্বিতীয় রাউন্ডে হরিয়েছেন ইরাকের ফিদে মাস্টার আহমেদ আব্দুলসাত্তার আব্দুলওয়াহাবকে। আর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ড্র করেছেন শ্রীলঙ্কার ফিদে মাস্টার চিন্থাকা অনুরুদ গালাপাথথির সঙ্গে। দুই রাউন্ড শেষে এনামুলের পয়েন্ট ১ ও রাকিবের পয়েন্ট ০.৫।
 
মেয়েদের বিভাগে বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা হারিয়েছেন জর্দানের ওদেহ আসিলকে। দুই রাউন্ড শেষে লিজার পয়েন্ট ১।
 
উন্মুক্ত বিভাগের সেরা পাঁচ দাবাড়ু আগামী মাসে আজারবাইজানে হতে যাওয়া বিশ্বকাপ দাবায় এশিয়া থেকে খেলার সুযোগ পাবে। মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন পাবেন বিশ্বকাপে খেলার টিকেট।
 
এই আসরে ৩০টি দেশের ৪৮ জন গ্র্যান্ডমাস্টার, ৩১ জন আন্তর্জাতিক মাস্টার ও ১৬ জন ফিদে মাস্টার অংশ নিচ্ছেন।