সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বের পরের ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 02:55 PM
Updated : 2 August 2015, 02:55 PM
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রোববার সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করে। সূচি অনুযায়ী ১১ অগাস্ট শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ১৩ অগাস্ট গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকরা।

বাংলাদেশের ম্যাচের আগেই অবশ্য এই আসরের উদ্বোধন হয়ে যাবে। ৯ অগাস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপের তিন দল নেপাল, আফগানিস্তান ও মালদ্বীপ।

১৪ অগাস্টের মধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ হবে। ১৬ অগাস্ট দুটি সেমি-ফাইনাল হওয়ার পর ১৮ অগাস্ট হবে ফাইনাল।

ছয় দল নিয়ে হওয়া এই আসরের প্রতিটি ম্যাচ হবে সিলেট জেলা স্টেডিয়ামে।