বায়ার্নে ইউভেন্তুসের ভিদাল

নতুন মৌসুম সামনে রেখে দলের শক্তি বাড়িয়েই চলেছে বায়ার্ন মিউনিখ। এবার ইউভেন্তুসের চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালকে দলে টেনেছে বুন্দেসলিগার সফলতম দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2015, 04:22 PM
Updated : 23 July 2015, 04:22 PM

ক’দিন আগে ব্রাজিলের মিডফিল্ডার দগলাস কস্তাকে দলে টানা বায়ার্নের সিইও কার্ল হেইঞ্জ রুমেনিগো বৃহস্পতিবার ভিদালকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানান, দুই পক্ষই সমঝোতায় পৌঁছেছে; এ মুহূর্তে ভিদালের মেডিকেল এবং চুক্তির সইয়ের আনুষ্ঠানিকতা কেবল বাকি।

এর আগেও জার্মানিতে খেলেছেন ভিদাল। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার ইউভেন্তুসে যোগ দেওয়ার আগে বুন্দেসলিগার দল বেয়ার লেভারকুসেনে চারটি মৌসুম কাটান।

রুমিনেগে জানান, সবকিছু ঠিকঠাক থাকলে চিলির প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জয়ে দারুণ অবদান রাখা ভিদাল আগামী সপ্তাহে বায়ার্নের অনুশীলনে থাকবেন।

তবে কত অঙ্কের বিনিময়ে এবং কত বছরের জন্য বায়ার্নে যোগ দিচ্ছেন ভিদাল, সে ব্যাপারে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি এখনও।