ব্রডব্যান্ডের লক্ষ্যে রকেট ক্যাম্পেইন

স্যাটেলাইটভিত্তিক ব্রডব্যান্ড সংযোগ প্রতিষ্ঠা করতে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক রকেট ক্যাম্পেইন শুরু করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান ওয়ানওয়েব। এই লক্ষ্যে এখন পর্যন্ত ৬০টি রকেট লঞ্চার সাইট কিনেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 02:11 PM
Updated : 30 June 2015, 08:41 AM

বিবিসি জানিয়েছে, পৃথিবীর কক্ষপথে ৬৪৮ স্যাটেলাইট স্থাপন করে এর মাধ্যমে সাশ্রয়ী খরচে ইন্টারনেট সংযোগ সেবা দিতে চায় প্রতিষ্ঠানটি। লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানায় প্রতিষ্ঠানটি।

সংবাদসম্মেলনে প্রকল্পের অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও পরিচয় করিয়ে দেয় ওয়ানওয়েব। অংশগ্রহনকারীদের তারিকায় আছে ইউরোপিয়ান অ্যারোস্পেস জায়ান্ট এয়ারবাস, চিপ নির্মাতা কোয়ালকম, ইনটেলস্যাট, ভার্জিন গ্রুপ এবং হিউজ নেটওয়ার্ক সিস্টেমসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

ওয়ানওয়েবের প্রকল্পকে সাহায্য করতে ভার্জিন গ্যালাকটিকে ৩৯টি লঞ্চার রেকট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান স্যার রিচার্ড ব্র্যানসন। এছাড়াও রাশিয়ার কাছ থেকে আরও ২১টি রকেট কেনা হচ্ছে বলেও জানিয়েছে ওয়ানওয়েব।

প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিক ও প্রযুক্তিগত, উভয় ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পরবে ওয়ানওয়েব। প্রতিষ্ঠানটি সবগুলো স্যাটেলাইটযান সফলভাবে কক্ষপথে পাঠাতে পারলে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্যাটেলাইট নেটওয়ার্কের থেকেও ১০ গুণ বড় হবে ওয়ানওয়েবের স্যাটেলাইট ব্রডব্যান্ড নেটওয়ার্ক।